স্পোর্টস ডেস্ক : ১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ১৩:০০:৪৩
২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুই নম্বরে উঠে এল লিভারপুল। তিনে নেমে গেল চেলসি। এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট ৪৩। শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। পয়েন্ট ২২ ম্যাচে ৫৬।
দুরন্ত ছন্দে লিভারপুল ৩-০ কার্যত উড়িয়ে দিল ব্রেন্টফোর্ডকে। এ দিন চেলসির সামনে কার্যত দাঁড়াতে পারেনি ব্রেন্টফোর্ড। একই সঙ্গে চেলসিকে তিনে নামিয়ে লিভারপুল উঠে এল ইপিএল তালিকার দুই নম্বরে।
রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে অসাধারণ ছন্দে ছিল লিভারপুল। এর আগে শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতে তারা ড্র করেছিল। টটেনহ্যাম হটস্পার ও চেলসির বিরুদ্ধে ড্র করেছিল লিভারপুল। আর লেস্টার সিটির কাছে হেরেছিল তারা। রবিবার ব্রেন্টফোর্ডকে হারিয়ে স্বাভাবিক ভাবেই স্বস্তি ফিরল ইয়ুরগেন ক্লপের দলের।
এ দিন ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ৪৪ মিনিটে ফ্যাবিনহো গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। অক্সলাডে চেম্বারলিনের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডিও। বিরতির পরে ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান অক্সলাডে চেম্বারলিন। অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে হেডে গোল করেন চেম্বারলিন। ৭৭ মিনিটে মিনামিনো ৩-০ করেন।
২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুই নম্বরে উঠে এল লিভারপুল। তিনে নেমে গেল চেলসি। এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট ৪৩। শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। পয়েন্ট ২২ ম্যাচে ৫৬।
Rent for add