করোনাকালে বায়ার্নেরই বেশি আয়

করোনাকালে ইউরোপের আটটি শীর্ষ লিগের চ্যাম্পিয়ন ক্লাবগুলোর মধ্যে একমাত্র ক্লাব হিসেবে লাভ করেছেন বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ট্যাক্স বাদে ২০২০-২১ মৌসুমে বায়ার্নের আয় হয়েছে ১.৮ মিলিয়ন ইউরো।

কেপিএমজি ফুটবল বেঞ্চমার্কের করা ‘ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স রিপোর্ট’ এর পর্যবেক্ষণ অনুযায়ী ইংল্যান্ড, স্পেন, জার্মানী, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, তুরষ্ক ও পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাবগুলোর মধ্যে করোনাকালে বায়ার্নই সবচেয়ে বেশি লাভবান হয়েছে।

তবে আগের মৌসুমের তুলনায় আয় বৃদ্ধির দিক থেকে একমাত্র প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এগিয়ে রয়েছে। সব মিলিয়ে সিটি প্রায় ৬৪৪ মিলিয়ন ইউরো আয় করেছে যা অন্য ৭ লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন, অ্যাথলেটিকো মাদ্রিদ, আয়াক্স, স্পোর্টিং লিসবন, লিলি, ইন্টার মিলান ও বেসিকতাসের থেকে বেশি।

সিটির এই আয় হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়া প্রাইজ মানি থেকে। এছাড়া ক্লাবটির ব্রডকাস্টিং রেভেনিউ ২০১৯-২০ মৌসুমে থেকে ৯৬ মিলিয়ন ইউরো বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আয়ের পরিমান বাড়ার সাথে সাথে ট্রান্সফার মার্কেটে রেকর্ড ২৯৪ মিলিয়ন ইউরো ব্যয় করেছে সিটি।

বিশ্বে স্কোয়াড মার্কেটের মূল্য বিবেচনায় শীর্ষস্থান অর্জন করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। গত মৌসুমের এই মূল্য ছিল ১২৩৭ বিলিয়ন ইউরো। বিলিয়ন ছাড়িয়ে যাওয়া অপর দুই ক্লাব হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

এদিকে সিরি-এ চ্যাম্পিয়ন ইন্টার মিলানের গত মৌসুমে রেকর্ড ২৪৫.৬ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। ইতায়িলান ফুটবল ক্লাবে যা সর্বোচ্চ।

স্প্যানিশ চ্যাম্পিয়ন এ্যাথলেটিকো মাদ্রিদ ২০১৯-২০ মৌসুমে ১.৮ মিলিয়ন ইউরো ক্ষতি করেছিল। এবার সেই ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ১১৭.৭ মিলিয়ন ইউরো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent