বার্সার সাথে উমতিতির চুক্তি নবায়ন

২০২৬ সাল পর্যন্ত স্যামুয়েল উমতিতির সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। আর এই চুক্তির কারণে ক্লাবের নতুন আসা ফেরান তোরেসের জন্য সুবিধাই হলো। ২৮ বছর বয়সী উমতিতির সাথে চুক্তি নবায়নের অর্থ হচ্ছে তোরেস এখন খেলার জন্য ছাড়পত্র পেলেন।

ম্যানচেস্টার সিটি থেকে সদ্য এই ২১ বছর বয়সী স্প্যানিশ তরুণকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা। দুই সপ্তাহ আগে তোরেসের সাথে চুক্তি হলেও লা লিগার ট্রান্সফার বিধিনিষেধের কারণে এখনই এই স্ট্রাইকারকে মাঠে নামাতে পারছিল না বার্সা।

ফরাসী সেন্টার-ব্যাক উমতিতির সাথে তিন বছরের জন্য চুক্তি নবায়নের অর্থ হচ্ছে দীর্ঘ সময়ের জন্য তার বেতন ভাগ হয়ে যাচ্ছে। এ কারণে বর্তমান অর্থ বছরে তার জন্য ততটা বেশি অর্থ ব্যয় করতে হচ্ছেনা।

বার্সেলোনা আরো জানিয়েছে পুরো বছরে উমতিতি যে বেতন গ্রহণ করতো সেটা আপাতত কমিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তির বাকি অর্থ তিনি পরে নিবেন বলে জানিয়ে দিয়েছেন।

করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ বার্সেলোনা যেখানে বড় খেলোয়াড়দের ছাড়ার প্রক্রিয়া শুরু করেছিল সেখানে উমতিতির সাথে এই চুক্তি বৃদ্ধি অনেককেই বিস্মিত করেছে। তার সাথে আগে চুক্তি ছিল বছরে ১৮ মিলিয়ন ইউরো।

এবারের মৌসুমে বার্সেলোনার অর্থ ব্যয়ের সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে ৯৮ মিলিয়ন ইউরোর ঠিক নীচে। কিন্তু তারা ইতোমধ্যেই অনেক বেশি মাত্রার বাজেট করে ফেলেছে। লা লিগার আইনানুযায়ী কোন ক্লাব তার সেভিংস থেকে মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পারবে।

এক সময় উমতিতি বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। কিন্তু দীর্ঘ ইনজুরির কারণে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। বেশ কিছুদিন ধরেই উমতিতি মূল দলের বাইরে রয়েছেন। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘উমতিতির সাথে চুক্তি নবায়নের মাধ্যমে বার্সেলোনা ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ কোটা পূরণ করেছে এবং এ কারণে তোরেসকে মাঠে নামাতে আর কোন বাঁধা থাকলো না।

সিটির থেকে গত ২৮ ডিসেম্বর ৫৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছেন তোরেস। কিন্তু যোগ দেবার পরপরই কোভিড পজিটিভ হওয়ায় চলতি সপ্তাহে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সুপার কাপে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও। আগামী রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent