নিজস্ব প্রতিবেদক : ৭ জানুয়ারি ২০২২, শুক্রবার, ০:২৪:০১
দুর্দান্ত এক লড়াই শেষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে।
মাঠে খেলা গড়ানোর মাত্র ৫ মিনিটের মধ্যেই রাজিবের গোলে মোহামেডান এগিয়ে যায়। এমন কী তারা প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
পিছিয়ে থেকে রহমতগঞ্জ ৭৮ মিনিটে ফিলিপের গোলে সমতায় ফেরে। এর পর ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্তে ৯১ মিনিটে সানডে জয়সূচক গোল করেন।
এদিকে ম্যাচে দুটি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন মোহামেডানের ডিফেন্ডার মেসডোনিয়ান জাসমিন।
Rent for add