নেপালকে হারিয়ে ফাইনালে ভারত

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রিয়াঙ্কা দেবীর একমাত্র গোলে জয়লাভ করে ভারতীয় কিশোরীরা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ ছিল প্রথমার্ধের খেলা।

তবে বিরতি থেকে ফেরার পর দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেন প্রিয়াঙ্কা। ৬৭ মিনিটে ভারতের হয়ে জয়সুচক গোল করেন তিনি।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোল এবং ভুটানের বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করা ভারত তাদের তৃতীয় ম্যাচে ১-০ গোলে হেরে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশের কাছে।

অপরদিকে বাংলাদেশের সঙ্গে গোল শূন্য ড্র করা নেপাল পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ এবং ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছিল।

আগামী ২২ ডিসেম্বর বুধবার ভারত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ফাইনালে মোকাবিলা করবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent