মেসির রেকর্ড ভাঙ্গা গাভির গোলে বার্সেলোনার স্বস্তির জয়

১৯ বছর বয়সী নিকো গঞ্জালেজের শেষ দিকের গোলে বার্সেলোনা শেষ পর্যন্ত এলচের বিপক্ষে লা লিগায় ৩-২ গোলের স্বস্তির জয় পেয়েছে। এদিকে সেভিয়ার কাছে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ।

ক্যাম্প ন্যুতে ২২ বছর বয়সী ফেরান জাটগালার মূল একাদশে অভিষেক হয়েছে। স্প্যানিশ এই তরুণের গোলেই ১৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ১৭ বছর বয়সী গাভির গোলে তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ৯৬ সেকেন্ডের মধ্যে দুই গোল করে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে এলচে। ৬২ মিনিটে টেটে মোরেন্টের গোলের ৯৬ সেকেন্ড পর পেরে মিলা সফরকারীদের সমতায় ফেরান। ম্যাচ শেষের ৫ মিনিট আগে নিকোর গোলে কাতালান জায়ান্টদের জয় নিশ্চিত হয়।

প্রথমার্ধে গাভির গোলটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। দুর্দান্ত একক দক্ষতায় এই টিনএজার যেভাবে গোলটি করেছেন তাতে তার মধ্যে অনেকেই ভবিষ্যতের তারকার সন্ধান পেয়েছেন।

এদিকে সেভিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হওয়ায় অ্যাথলেটিকো কার্যত বার্সেলোনার শীর্ষ চারের স্বপ্ন টিকিয়ে রাখলো। লুকাস ওকাম্পোস ৮৮ মিনিটে গোল করে লিগে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ দেয় অ্যাথলেটিকোকে। রামোন সানচেজ পিজুয়ানে ৭ মিনিটে অভিজ্ঞ ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচের গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। ৩৩ মিনিটে ফিলিপের গোলে সমতায় ফিরে অ্যাথলেটিকো।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent