বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি রোববার


পাঁচ দেশের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ থেকে শ্রীলংকা ও ভুটানের বিদায় নিশ্চিত হয়েছে এরই মধ্যে। ফাইনালের মঞ্চে ওঠার লড়াইয়ে বাংলাদেশ, নেপাল ও ভারত তিন দলেরই আছে প্রায় সমান সুযোগ। রোববার এই তিন দলের ম্যাচের ওপরই ভাগ্য নির্ধারণ হবে কারা খেলবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে।

শেষ দিনের দুই ম্যাচ শুরুর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে নেপাল। তাদের পয়েন্ট ৭, বাংলাদেশেরও তাই। তবে গোল গড়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ দুইয়ে। রোববার বাংলাদেশ খেলবে এরই মধ্যে বিদায় নেওয়া শ্রীলংকার বিপক্ষে। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত-নেপাল।

ভারত ও নেপালের ম্যাচটি আগে। এ ম্যাচে ভারত জিতলে বাংলাদেশকে নিজেদের ম্যাচে কমপক্ষে ড্র করতে হবে। আর ভারতের বিপক্ষে নেপাল জিতলে শেষ ম্যাচে নামার আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে মারিয়া-আঁখিদের।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত ও নেপালের ম্যাচটি শুরু হবে বিকেল ৩ টায়। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent