ভুটানকে বিদায় করে দিলো নেপাল


শুক্রবার রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানের জালে ৪ গোল দিয়ে সাফ অনূধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সবার ওপরে উঠে গেছে নেপাল।

তিন ম্যাচে বাংলাদেশ ও নেপালের পয়েন্ট ৭ করে। তবে গোলগড়ে এগিয়ে শীর্ষে নেপাল-দুইয়ে বাংলাদেশ। নেপালের সহজ জয়ে জোড়া গোল করেছেন মেনুকা আলে মাগার। একটি করে গোল রজনী থোকার ও কুসুম খাতিওয়দা।

এই হারের শ্রীলংকার পথ ধরে ভুটানও বিদায় নিলো টুর্নামেন্ট থেকে। ভুটানের এটাই ছিল শেষ ম্যাচ। নেপালের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। ওই ম্যাচ জিতলে বা ড্র করলে ফাইনাল নিশ্চিত হবে নেপালের।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent