এমবাপের জোড়া গোলে জয়ে ফিরল পিএসজি


চলতি মৌসুমে অসাধারণ ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। সে ধারা ধরে রাখলেন নিজের সাবেক ক্লাবের বিপক্ষেও। করলেন জোড়া গোল। তাতে জয়ের ধারায় ফিরল পিএসজি। আর ক্লাবটির হয়ে লিগ ওয়ানে নিজেও স্পর্শ করলেন একশ গোল করার মাইলফলক।

পার্ক ডি প্রিন্সেসে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে পিএসজি। লিগে টানা দুই ম্যাচ ড্র করার পর জয়ের দেখা পেল দলটি। কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও জোড়া গোল করেছিলেন এমবাপে।

তবে এদিন অবশ্য সমান তালেই লড়েছে দুই দল। বলের দখল ছিল প্রায় সমান সমান। তবে আক্রমণ তাদের চেয়ে বেশি করেছে মোনাকো। ৫৩ শতাংশ সময় বল পায়ে ছিল স্বাগতিকদের। ৯টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ১৩টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখেও গোল পায়নি সফরকারীরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়তে পারতো স্বাগতিকরা। মাঝমাঠে ভেরাত্তি বল হারালে ওয়াসেম বেন ইয়াদের বল নিয়ে এগিয়ে বিপজ্জনক জায়গায় পাস দেন সোফিয়ানে দিয়ুপকে। তরুণ এ ফরাসির শট বারপোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা।

দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন এমবাপে। ডি-বক্সে আনহেল দি মারিয়া ফাউল করেছিলেন জিবরিল সিদিবে। ফলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে দলটি। মাঝমাঠে আলগা বল পেয়ে এগিয়ে বাঁ প্রান্তে ফাঁকায় থাকা এমবাপেকে আড়াআড়ি পাস দেন মেসি।। ডান পায়ের শটে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।

চলতি মৌসুমে লিগে ১৭ ম্যাচে এটা এমবাপের নবম গোল। পিএসজির হয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে করলেন লিগ ওয়ানডে ১০০ গোল করলেন তিনি। এর আগে এ মাইলফলক স্পর্শ করেছেন এদিসন কাভানি ও জ্লাতান ইব্রাহিমোভিচ।

৬৪তম মিনিটে মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ছয় মিনিট পর অবিশ্বাস্য এক মিস করেন মেসি। এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ এক কোণাকোণি শট নিয়েছিলেন এ আর্জেন্টাইন। কিন্তু বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হলে নষ্ট হয় সে সুযোগ।

এ জয়ে ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট হলো পিএসজির। লিগ ওয়ানের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মোনাকো। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্সেই।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent