নিজস্ব প্রতিবেদক : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ২০:১২:৫৯
স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে পুলিশ ফুটবল ক্লাব। রোববার রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দলকে।
৪ মিনিটে গোল করে এগিয়ে যাওয়া পুলিশ বাকি সময় নিজেদের দূর্গ আগলিয়ে রেখে প্রথমবারের মতো সেমিফাইনালে নাম লেখালো।
রাসেল পেনাল্টি পেয়েও তারা ম্যাচে ফিরতে পারেনি। ৪ মিনিটে আফগান ফরোয়ার্ড আমির উদ্দিন শারিফীর হেডে এগিয়ে যায় পুলিশ। ম্যাচে ফেরার সহজ সুযোগও পেয়েছিল রাসেল। কিন্তু ৫২ মিনিটে শেখ রাসেল ক্রীড়া চক্র পেনাল্টি পেয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলটন মাচাদোর নেয়া কিক ঠেকিয়ে দেন পুলিশের গোলরক্ষক নেহাল।
শেষ দিকে দুই দলই ১০ জন নিয়ে খেলেছে। প্রথমে পুলিশের রাজু ও পরে রাসেলের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস লাল কার্ড পান। এর মধ্যে রাজু সরাসরি লালকার্ড ও হেমন্ত দুটি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন।
চকম দেখেয়ে সেমিফাইনালে ওঠা পুলিশ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বসুন্ধরা ও শেখ জামালের মধ্যেকার শেষ কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের বিপক্ষে।
Rent for add