বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে নেত্রকোনা-নোয়াখালীর বড় জয়


বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে নেত্রকোনা ও নোয়াখালী। সোমবার নেত্রকোনায় অনুষ্ঠিত খেলায় স্বাগতিক দল ৫-০ গোলে হারিয়েছে জামালপুরকে এবং নোয়াখালীতে স্বাগতিরা ৬-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুরকে। নেত্রকোনার রেজ্জাতুল ও নোয়াখালীর হিমু চার গোল করেছেন।

বান্দরবানে স্বাগতিক জেলা ৩-১ গোলে ফেনীকে হারিয়েছে। রাঙ্গামাটিতে স্বাগতিকরা ১-০ গোলে হেরেছে চট্টগ্রামের কাছে। কক্সবাজারের স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছে খাগড়াছাড়ি।

জয়পুরহাটে স্বাগতিকরা গোলশূন্য ড্র করেছে বগুড়ার সঙ্গে। পাবনায় স্বাগকিতদের কাছে ২-১ গোলে হেরেছে কুষ্টিয়া, রাজশাহীতে স্বাগতিকরা ৩-০ গোলে হারিয়েছে নওগাঁকে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারায়নগঞ্জ ৩-০ গোলে হারিয়েছে ঢাকাকে, ফেনীতে কুমিল্লা ও মুন্সিগঞ্জ গোলশূন্য ড্র করেছে।

ফরিদপুরে স্বাগতিকরা ১-০ গোলে হেরেছে মাদারীপুরের কাছে। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকারে মাদারীপুর ৩-২ গোলে হারিয়েছে ফরিদপুরকে। রাজবাড়ীতে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে শরিয়তপুরকে।

গাজীপুরে গাজীপুর ১-০ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। মানিকগঞ্জে স্বাগতিকরা ২-২ গোলে ড্র করেছে শেরপুরের বিপক্ষে। সিরাজগঞ্জে ময়মনসিংহ ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent