দারুণ সূচনা চ্যাম্পিয়ন কিংসের


বড় জয় দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়নরা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে করে আরও ৩ গোল। শেষ গোলটি প্রতিপক্ষের আত্মঘাতি। ৪২ মিনিটে সার্বিয়ার স্টোজান গোল করে এগিয়ে দেন কিংসকে। পরের মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলের জোনাথন। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বসুন্ধরা কিংস ব্যবধান ৩-০ করে ৬৮ মিনিটে। এ গোলটিও করেন নতুন খেলোয়াড় সার্বিয়ার স্টোজান।

৮০ মিনিটে ব্রাজিলের এলিটা কিংসলের গোলে কিংসের ব্যবধান দাঁড়ায় ৪-০। ইনজুরি সময়ের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের রবসন রবিনহো এবং পরের মিনিটে নৌবাহিনীর হাবিবুর আত্মঘাতি গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent