বাসস : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ২:৩২:০৪
শেষ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়ারের গোলে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববা লা লিগার ম্যাচে ৮৭তম মিনিটে জয়সুচক গোল করেন ভিনিসিয়াস। এই জয়ে চার পয়েন্টের ব্যবধানে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।
এই মৌসুমে বিষ্ময়করভাবে সবার দৃস্টি কেড়েছেন ২১ বছর বয়সি ভিনিসিয়াস। সান্তিয়াগো বার্নব্যুতে ফের দলীয় পার্থক্য গড়ে দিয়েছেন তিনি। টানা ছয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল।
শুরুতে ১২ মিনিটের সময় রাফা মিরের দর্শনীয় হেডের গোলে এগিয়ে যায় সফরকারী সেভিয়া। কিন্তু ৩২ মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফিরে রিয়াল। মূলত গোলরক্ষক বোনোর ভুলের সুযোগে সহজ ওই গোলটি পেয়েছেন ফরাসী স্ট্রাইকার। চলতি মৌসুমে ৩৩ বছর বয়সী বেনজেমার এটি ছিল ১৯তম গোল।
Rent for add