বাসস : ২৪ নভেম্বর ২০২১, বুধবার, ১৮:২৭:০৯
কোভিডের কারণে প্রায় হাফ ডজন খেলোয়াড় কোয়ারেন্টাইনে থাকা সত্বেও চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভকে ২-১ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ-ই’র শীর্ষস্থান নিশ্চিত করতে বায়ার্ন মিউনিখের খুব একটা অসুবিধা হয়নি।
পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কির ১৪ মিনিটের দুর্দান্ত ওভারহেড কিকে এগিয়ে গিয়েছিল বেভারিয়ান্সরা। বিরতির তিন মিনিট আগে কিংসলে কোম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
কিয়েভের মাঠে প্রচন্ড তুষারপাতের মধ্যে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে এক গোল পরিশোধ করেন ডেনিস গারমাশ। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া ইউক্রেনিয়ান জায়ান্টদের এটাই এবারের মৌসুমের প্রথম গোল।
Rent for add