বাসস : ২৪ নভেম্বর ২০২১, বুধবার, ১:৫৬:০৩
ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের এই তালিকায় গতবারের বিজয়ী রবার্ট লিওয়ানদোস্কির সাথে আরো জায়গা করে নিয়েছেন করিম বেনজেমা ও জর্জিনহো।
দীর্ঘদিন ধরে এই তালিকায় মনোনীত হয়ে আসা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে এই তালিকায় আরো আছেন নেইমার, মোহাম্মদ সালাহ ও কিলিয়ান এমবাপ্পে। সম্ভাব্য বিজয়ীর তালিকায় আরো স্থান পেয়েছেন আর্লিং হালান্ড, এন’গোলো কন্তে ও কেভিন ডি ব্রুইনা।
নারী বিভাগে সেরাদের তালিকায় বার্সেলোনার চার খেলোয়াড় অ্যালেক্সিয়া পুটেলাস, জেনিফার হারমোসো, এইতানা বোনমাতি ও ক্যারোলিন গ্র্যাহাম হানসেন ফেবারিট হিসেবে জায়গা পেয়েছেন।
গত মৌসুমে নারী চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে পরাজিত করে শিরোপা জয় করেছিল বার্সেলোনা। চেলসিরও চার খেলোয়াড় স্যাম কার, জি সো-ইয়ুন, মাগডালেনা এরিকসন ও পারনিলে হারডার এই তালিকায় রয়েছেন। গত বছরের বিজয়ী ম্যানচেস্টার সিটির রাইট-ব্যাক রুসি ব্রোঞ্জের সাথে ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ এলিন হোয়াইটও মনোনীত হয়েছেন। কানাডার অলিম্পিক স্বর্ণজয়ী দলের ক্রিস্টিন সিনক্লিয়ার ও সুইডেনের স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসও তালিকায় রয়েছেন।
সেরা কোচের তালিকায় ফেবারিট হিসেবে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে শিরোপা উপহার দেয়া থমাস টাচেল। এই তালিকায় থাকা অন্যান্যরা হলেন ইউরো ২০২০ চ্যাম্পিয়ন ইতালির কোচ রবার্তো মানচিনি, জার্মান জাতীয় দলের কোচ হান্সি ফ্লিক, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, টটেনহ্যাম হটস্পারের এন্টোনিও কন্টে, অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে ও কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি।
বিশ্ব জুড়ে জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটে বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ এবং গোলরক্ষককে বেছে নেয়া হয়। তাদের ভোটের সাথে সমর্থক ও বাছাই করা সাংবাদিকদের অনলাইন ব্যালটের মাধ্যমে বর্ষসেরার পুরস্কার চূড়ান্ত করা হয়।
আগামী ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট প্রদানের কাজ চলবে। জানুয়ারির শুরুতে প্রতি ক্যাটাগরিতে সেরা তিনজনের নাম ঘোষণা করা হবে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আগামী ১৭ জানুয়ারি জুরিখে ফিফার সদর দপ্তরে আয়োজিত হবে।
এদিকে আগামী ২৯ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড অনুষ্ঠন।
Rent for add