নিজস্ব প্রতিবেদক : ২২ নভেম্বর ২০২১, সোমবার, ২৩:১০:৫৭
প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, প্রথম আলো, ৭১ টিভি, এটিএন নিউজ, ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, ইনকিলাব, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও আমাদের সময়।
আজ সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম ম্যাচে বৈশাখী টিভি টাইব্রেকারে কালের কন্ঠকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বৈশাখী টিভির আশিক মাহমুদ। দ্বিতীয় ম্যাচে প্রথম আলো ২-০ গোলে জনকন্ঠকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন প্রথম আলোর রিয়াদুল করিম। তৃতীয় ম্যাচে ৭১ টিভি ২-১ গোলে খোলা কাগজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রাশেদ আহমেদ। চতুর্থ ম্যাচে এটিএন নিউজ ওয়াক ওভার পায় আমাদের অর্থনীতির বিপক্ষে। পঞ্চম ম্যাচে ঢাকা পোস্ট ১-০ গোলে ভোরের কাগজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের গোলকিপার আবুল হাসনাত শাহীন। ষষ্ঠ ম্যাচে আজকের পত্রিকা ওয়াক ওভার পায় ইত্তেফাকের বিপক্ষে। সপ্তম ম্যাচে ইনকিলাব ৫-০ গোলে সমকালকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। অষ্টম ম্যাচে বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ পোস্টের মধ্যকার খেলায় বাংলাদেশ প্রতিদিন জয়লাভ করে। নবম ম্যাচে ডেইলি সান ১-০ গোলে ঢাকা টাইমসকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের শওকত আলী খান লিথো। দিনের শেষ খেলায় আমাদের সময় ১-০ গোলে সংগ্রামকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আমাদের সময়ের নজরুল ইসলাম।
আগামীকালের খেলা- ২৩ নভেম্বর
সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ
সকাল ৮:৩০টা যমুনা টিভি বনাম ভোরের ডাক ই
সকাল ৯:০০টা এটিএন নিউজ বনাম আমাদের সময় জি
সকাল ৯:৩০টা রাইজিং বিডি বনাম এশিয়ান টিভি বি
সকাল ১০:০০টা চ্যানেল আই বনাম বিজনেস পোস্ট এইচ
বেলা ১০:৩০টা জিটিভি বনাম নিউ নেশন এ
বেলা ১১:০০টা চ্যানেল ২৪ বনাম যুগান্তর জি
বেলা ১১:৩০টা জাগোনিউজ বনাম বাংলাদেশ প্রতিদিন এইচ
দুপুর ১২:০০টা নিউজ ২৪ বনাম নিউ এইজ ডি
দুপুর ১২:৩০টা আজকের পত্রিকা বনাম এটিএন বাংলা সি
দুপুর ০১:০০টা আরটিভি বনাম বাংলাদেশ কন্ঠ এফ
Rent for add