অসবার্গের কাছে বায়ার্নের পরাজয়

ধুকতে থাকা অসবার্গের কাছে শুক্রবার রাতে বুন্দেস লিগায় ২-১ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে বায়ার্ন মিউনিখ। কোভিড পজিটিভ হওয়া সতীর্থ নিকলাস সুয়েলে করোনা পজিটিভ হওয়ায় তার সংষ্পর্শে আসা মিডফিল্ডার জসুয়া কিমিচ কোয়ারেন্টাইন কাটিয়ে ফিরে আসলেও দলে ছিলেন না।

৩৫ মিনিটের মধ্যে ম্যাডস পিডারসন ও আন্দ্রে হানের গোলে অসবার্গ ২-০ গোলে লিড নেয়। ৩৮ মিনিটে রবার্ট লিওয়ানোদোস্কি এক গোল পরিশোধ করলেও তা বায়ার্নের পরাজয় এড়াতে পারেনি। বুন্দেস লিগায় এবারের মৌসুমে এ পর্যন্ত ১২ ম্যাচে এ পোলিশ তারকা লিওয়ানোদোস্কির ১৪তম গোল।

বায়ার্নের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ স্ট্রাইকার থমাস মুলার বলেছেন, ‘প্রথমার্ধে অগবার্গ যোগ্য দল হিসেবেই আমাদের থেকে এগিয়ে গিয়েছিল। আমরা তাদের সুযোগ করে দিয়েছি, অনেক বেশ জায়গা দিয়েছি। এই পরাজয় আমাদের আত্মবিশ্বাসে অনেক বড় একটি ধাক্কা।’

এ নিয়ে এবারের মৌসুমে দ্বিতীয় ও সব ধরনের প্রতিযোগিতায় তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেল বুন্দেস লিগায় শীর্ষে থাকা বায়ার্ন। অন্যদিকে এই জয়ে অসবার্গ রেলিগেশন জোন থেকে আপাতত নিজেদের রক্ষা করেছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent