প্রাণ-ডিআরইউ ফুটবল শুরু হচ্ছে রোববার


ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় রোববার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট।

এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ নকআউট পদ্ধতিতে ৮ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। শনিবার সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা এসব তথ্য জানান। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

মুরসালিন নোমানী বলেন, ‘৫০টি দলের অংশগ্রহণে প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এর মধ্যে ৩০টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন ও ৩টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।’

সভাপতি আরও বলেছেন,’দলগুলোর প্রতি অনুরোধ থাকবে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে খেলায় অংশগ্রহণ করে। নানা প্রতিকূলতার মাঝেও সফলভাবে ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেছি। এবার আমাদের ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজন করতে চাই। তিনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপকে ডিআরইউ’র পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।’

মসিউর রহমান খান বলেন, ‘খেলাধুলা একে অপরের মধ্যে সৌহার্দ-সম্প্রীতি বাড়ায়। করোনা মহামারীর কারণে আমরা দুই বছরের মতো ঘরবন্দী ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা সম্প্রতি ক্রিকেট ও এখন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আমাদের উদ্দেশ্য এ ধরনের আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানো। স্বল্প সময়ে প্রাণ-আরএফএল গ্রুপ ডিআরইউ’র পাশে থাকায় বিশেষ কৃতজ্ঞতা জানান।’

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার বলেন, ‘সাংবাদিকতার জগতে ডিআরইউ বড় একটি প্ল্যাটফর্ম। পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দবোধ করছি। আমরা সারাবছরই বিভিন্নভাবে ডিআরইউ’র পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও প্রাণ-আরএফএল গ্রুপ ব্যাপকভাবে ডিআরইউ’র পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।’

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান, ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো. মাহবুবুর রহমান, ডিআরইউ’র সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ, শফিকুল ইসলাম শামীম ও মো. মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলাগুলো

সকাল ৯:০০টা : ঢাকা প্রকাশ বনাম নাগরিক টিভি
সকাল ৯:৩০টা : আমার বার্তা বনাম যুগান্তর
সকাল ১০:০০টা : মানবজমিন বনাম নয়াদিগন্ত
সকাল ১০:৩০টা : সময়ের আলো বনাম বাংলাভিশন
বেলা ১১:০০টা: একুশে টিভি বনাম বিজনেস স্ট্যান্ডার্ড
বেলা ১১:৩০টা: অবজারভার বনাম এটিএন বাংলা
দুপুর ১২:০০টা: ইন্ডিপেন্ডেন্ট টিভি বনাম বিটিভি
দুপুর ১২:৩০টা : এনটিভি বনাম আজকালের খবর

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent