বিশ্বকাপে নেদারল্যান্ড, প্লে-অফে খেলবে তুরষ্ক-ইউক্রেন

নরওয়েকে ২-০ গোলে পরাজিত করে কাতার বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ড। রটারডামে স্টিখেন বার্গউইন ও মেমফিস ডিপের গোলে ডাচদের জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা ডাচরা আবারো বিশ মঞ্চে ফিরে আসলো। নেদারল্যান্ড ১০ ম্যাচে ৭ জয়সহ ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’র শীর্ষস্থান নিশ্চিত হয়েছে।

এদিকে দিনের আরেক ম্যাচে মন্টেনেগ্রোকে ২-১ গোলে পরাজিত করে তুরস্ক এই গ্রুপের দ্বিতীয় দল দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে।

কাতারের টিকিট পেতে এ ম্যাচে নেদারল্যান্ডের এক পয়েন্টই যথেষ্ট ছিল। তুরষ্ককে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে তারা বাছাইপর্ব শেষ করলো। নরওয়ের বিদায়ে দ্বিতীয় স্থান পেয়েছে তুরষ্ক।

গ্রুপ-ই’তে ঘরের মাঠ কার্ডিফে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের সাথে ১-১ গোলে ড্র করে প্লে-অফ নিশ্চিত করেছে অধিনায়ক গ্যারেথ বেল বিহীন ওয়েলস। ম্যাচ শেষে ওয়েলস গোলরক্ষক কিয়েফার মুর স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘ঘরের মাঠে ড্র করাটা গুরুত্বপূর্ণ। এই ড্রয়ে আমরা পর্তুগাল, ইতালির মত দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে খেলতে যাচ্ছি।‘

ডি-গ্রুপে হেলসিঙ্কিতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ২-০ গোলে ফিনল্যান্ডকে পরাজিত করেছে। করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পের দুই গোলে ফিনল্যান্ডের পরাজয় নিশ্চিত হয়। এই পরাজয়ে ফিনল্যান্ড ইউক্রেনের থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থান লাভ করায় প্লে-অফ থেকেও ছিটকে গেছে।

বসনিয়া-হার্জেগোভেনিয়াকে একই ব্যবধানে পরাজিত করে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইউক্রেন।

ইউরোপীয়ান বাছাইপর্ব থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা অপর দল ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানী, ডেনমার্ক, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, স্পেন ও সার্বিয়ার সাথে এবার যোগ দিল নেদারল্যান্ড।

এদিকে প্লে-অফে তুরষ্ক ছাড়াও আরো খেলবে ইউরো ২০২০ বিজয়ী ইতালি, পর্তুগাল, স্কটল্যান্ড, রাশিয়া, সুইডেন, পোল্যান্ড, ওয়েলস, নর্থ মেসিডোনিয়া, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়া।

আগামী ২৬ নভেম্বর প্লে-অফের ড্র অনুষ্ঠিত হবে। প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বছর মার্চে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent