বাসস : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১:৩৮:৪১
ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বড় অঘটনের স্বীকার হয়েছে পর্তুগাল। রোববার সার্বিয়ার কাছে লিসবনে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পর্তুগালের। এতে করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড পঞ্চমবারের মত বিশ্বমঞ্চে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।
এই জয়ে ৮ ম্যাচে ৬টি জয়সহ ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র শীর্ষ দল হিসেবে সরাসরি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সার্বিয়া। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালকে এখন কাতারের টিকিট পেতে হলে আগামী বছর প্লে-অফের লড়াইয়ে নামতে হবে।
এদিকে সুইডেন ও রাশিয়াকে নিজ নিজ ম্যাচে ১-০ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়েছে স্পেন ও ক্রোয়েশিয়া।
ইতোমধ্যেই পাঁচটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড করে ফেলেছেন ইউনাইটেড তারকা রোনালদো। পর্তুগালের জার্সি গায়ে এবার বিশ্বকাপে তেমনই একটি রেকর্ডের দ্বারপ্রান্তে ছিলেন সিআর সেভেন। লিসবনের এস্তাদিও ডা স্পোর্ট স্টেডিয়ামে সেই লক্ষ্যে ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে রেনাটো সানচেজের গোলে এগিয়েও গিয়েছিল পর্তুগাল।
কিন্তু প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য দেখিয়ে ম্যাচে ফিরে আসে সফরকারী সার্বিয়া। ডুসান ভ্রাহোভিচের শট পোস্টে লাগার পর ফিরতি শটে ৩৩ মিনিটে সমতা ফেরান ডুসান টাডিচ। ক্যারিয়ারে ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগ হাতছাড়া হয়েছে রোনালদো।
সেভিয়ার মাঠে আলভারো মোরাতার শেষ ভাগের গোলে সুইডেনের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে স্পেন। এই জয়ে সুইডেনকে চার পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে গ্রুপ-বি’র শীর্ষ দল হিসেবে কাতারে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে স্প্যানিশরা। বৃহস্পতিবার কাজাকিস্তানের কাছে সুইডেনের ২-০ গোলের হতাশাজনক পরাজয়ে স্পেনের সামনে সুযোগ ছিল নিজেদের শীর্ষস্থান শক্তিশালী করার।
ম্যাচের ৮৬ মিনিটে মোরাতা গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন। দানি ওলমোর ২০ গজ দূর থেকে বুলেট গতির শট ক্রসবারে লেগে ফেরার পথে গোলমুখে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান ২৯ বছর বয়সী স্ট্রাইকার মোরাতা।
আট রাউন্ড শেষে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে কাতারের টিকেট কাটল স্প্যানিশরা। আর ১৫ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইল সুইডেন। এই গ্রুপের পয়েন্ট টেবিলের পরের তিন দল গ্রীস, জর্জিয়া ও কসোভোর সব সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল।
এছাড়া রাশিয়াকে পরাজিত করে কাতারের টিকিট নিশ্চিত করতে ক্রোয়েশিয়াকেও বেশ কষ্ট করতে হয়েছে। ফেডর কুড্রিয়াশোভের আত্মঘাতি গোলে ৮১ মিনিটে স্বাগতিক ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ে গ্রুপ-এইচ’এ রাশিয়াকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত হয় ক্রোয়েটদের।
ইকে গুনডোগানের দুই গোলে আর্মেনিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে যোগ্য দল হিসেবেই বাছাইপর্ব শেষ করেছে জার্মানী। গ্রুপ-জে’র ১০ ম্যাচে ৯টি জয়সহ ২৭ পয়েন্ট পাওয়া জার্মানদের আগেই কাতারের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল।
আইসল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্মানদের পরে এই গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছেন নর্থ মেসিডোনিয়া।
ইউরোপীয়ান অঞ্চলের বাছাইপর্ব শেষে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।
Rent for add