বাসস : ১৪ নভেম্বর ২০২১, রবিবার, ২১:০১:৩৭
কিলিয়ান এমবাপ্পের চার গোলে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে কাজাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
ম্যাচে রিয়াল তারকা করিম বেনজেমা করেছেন দুই গোল। এছাড়া আরো দুই গোল এসেছে আদ্রিয়েন র্যাবিয়ট ও আঁতোয়ান গ্রীজম্যানের কাছ থেকে।
এদিকে ব্রাসেলসে এস্তোনিয়াকে ৩-২ গোলে পরাজিত করে গ্রুপ-ই‘র শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। ফ্রান্সের সাথে তাই প্রতিবেশী বেলজিয়ামেরও কাতারের টিকিট নিশ্চিত হয়েছে। এই গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ওয়েলস।
অপরদিকে কার্ডিফে বেলারুশকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে গ্যারেথ বেলের দল।
এছাড়া নেদারল্যান্ডস পোডোগোরিকাতে মন্টেনেগ্রোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুই গোল হজম করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে।
উল্লেখ্য ইউরোপীয়ান বাছাইপর্ব থেকে এ পর্যন্ত কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ডেনমার্ক, জার্মানী, ফ্রান্স ও বেলজিয়াম।
Rent for add