বাসস : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১৭:০৯:২২
ইনজুরির কারণে সুইজারল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইতালিয়ান অধিনায়ক গিওর্গিও চিয়েলিনি।
ইতোমধ্যেই চিয়েলিনি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গেছেন বলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট এখনো নিশ্চিত হয়নি ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের। সে কারণেই শেষ দুটি ম্যাচ আজ্জুরিদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
শুক্রবার রোমে সুইসদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে চিয়েলিনির অনুপস্থিতি নিয়ে ইতালিয়ান শিবিরে দু:শ্চিন্তা দেখা দিয়েছে। দুই দলই সমান ১৪ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ-সি’র শীর্ষে রয়েছে ইতালি। উভয় দলের হাতেই আর মাত্র দুই ম্যাচ বাকি রয়েছে।
আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য বাছাইপর্বের এই গ্রুপ থেকে এই দুটি দলই বাকি তিন দলকে পিছনে ফেলে নিজেদের যোগ্য প্রমাণ করেছে। শেষ ম্যাচে সোমবার উইন্সডর পার্কে নর্দান আয়ারল্যান্ডের মোকাবেলা করবে ইতালি, অন্যদিকে বুলগেরিয়াকে আতিথ্য দিবে সুইজারল্যান্ড।
আজ্জুরি কোচ রবার্তো মানচিনি ইনজুরির কারণে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ইউরো ২০২০’র দুই সেরা খেলোয়াড় চিয়েলিনি ও সেন্টার ফরোয়ার্ড সিরো ইমোবিলেকে হারিয়েছেন। ইন্টার মিলানের তারকা মিডফিল্ডার নিকোলো বারেলাকে নিয়েও শঙ্কায় রয়েছেন মানচিনি।
ইতোমধ্যেই রোমার দুই ইনজুরি আক্রান্ত মিডফিল্ডার লোরেঞ্জো পেলেগ্রিনি ও নিকোলো জানিয়োলোর পরিবর্তে দলে ডাকা হয়েছে ল্যাজিওর ডানিলো কাতালদি ও আটালান্টার মাত্তেও পেসিনাকে। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন কাতালদি। অন্যদিকে প্রায় একমাস বিশ্রামে থাকার পর মাত্রই দলে ফিরেছেন পেসিনা।
২৪ বছর বয়সী পেসিনা শনিবার সিরি-এ লিগে কালিয়ারির বিপক্ষে আটালান্টার হয়ে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে স্টপেজ টাইমে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন। অক্টোবরের শুরুতে এসি মিলানের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে কাফ ইনজুরিতে পড়ার পর এটি ছিল পেসিনার প্রথম ম্যাচ।
Rent for add