বিওএ নির্বাচনে বাফুফের দুই প্রতিনিধি নাবিল ও মহি


আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে কোন দুইজন কাউন্সিলর হবেন তা ঠিক করতে মঙ্গলবার জরুরী সভায় বসেছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

সভায় সিদ্ধান্ত হয়েছে বিওএর আসন্ন এজিএম এবং নির্বাচনে বাফুফে থেকে কাউন্সিলর হবেন সহ-সভাপতি কাজী নাবিল আহমদে ও মহিউদ্দিন আহমেদ মহি।

২০১৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে বাফুফের প্রতিনিধি ছিলেন বাদল রায় ও শওকত আলী খান জাহাঙ্গীর। বাদল রায় গত বছর নভেম্বরে পরলোকগমন করেছেন এবং শওকত আলী খান জাহাঙ্গীর বাফুফের বর্তমান নির্বাহী কমিটিতে নেই। বাদল রায় বিওএর সহ-সভাপতি এবং শওকত আলী খান জাহাঙ্গীর সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে বিওএ ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠণ করেছে এবং তাদের অধিভূক্ত ফেডারেশন ও সংস্থাগুলোকে কাউন্সিলরের নাম প্রেরণের জন্য চিঠি দিয়েছে।

সহ-সভাপতি, উপ-মহাসচিব ও সদস্য পদে কিছু পরিবর্তন আসবে এবারের নির্বাচনে। তবে ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা কম। একটি প্যানেলেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি।

আগের নির্বাচনে ৩৪ পদের মধ্যে সভাপতি ও মহাসচিবসহ ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent