বাসস : ৭ নভেম্বর ২০২১, রবিবার, ১৬:০৬:২৪
চলতি মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে ইনজুরি আক্রান্ত তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর পরিবর্তে কোচ রবার্তো মার্টিনেজ বেলজিয়াম দলে দুই নতুন মুখ অন্তর্ভূক্ত করেছেন।
আগামী ১৩ নভেম্বর ব্রাসেলসে ঘরের মাঠে এস্তোনিয়াকে পরাজিত করতে পারলেই কাতার বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করবে বেলজিয়ানরা। তিনদিন পর কার্ডিফে ওয়েলসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে গ্রুপ-ই বাছাইপর্ব শেষ করবে মার্টিনেজের দল।
১০১টি আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৬৮ গোল করা লুকাকু গত মাসে গোঁড়ালির ইনজুরিতে পড়েন। মালমোর বিপক্ষে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে গিয়ে তিনি ইনজুরি আক্রান্ত হন। জাতীয় দলে লুকাকুর অপর সতীর্থ স্ট্রাইকার মিশি বাটশুইও ইনজুরিতে থাকায় ক্রিস্টিয়ান বেনটেক ও ডিভোক ওরিগি দলে ফিরেছেন। এ সুযোগে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন বেলজিয়ান লিগের শীর্ষে থাকা ইউনিয়ন সেইন্ট গিলোয়েসের স্ট্রাইকার দাতে ভানজেইর। এছাড়া ইনজুরিতে থাকা সেবাস্তিয়ান বোরনও ও জিনহো ভানহেয়ানডেনের স্থানে নতুন ডিফেন্ডার হিসেবে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন ফরাসি ক্লাব স্তাদে রেইমসের উট ফেস।
সেপ্টেম্বরে কার্ডিফে গোল শূন্য ড্র করা সর্বশেষ ম্যাচটি প্রসঙ্গে মার্টিনেজ বলেছেন, ‘আমরা বেশ ভাল অবস্থানে আছি। এস্তোনিয়ার বিপক্ষে আমাদের ম্যাচটি নিজেদের মাঠে। কিন্তু ওয়েলসের বিপক্ষে ম্যাচটি তাদের মাঠে। দুটো ম্যাচেই আমাদের জয় নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক ফুটবলে কোনকিছুই প্রত্যাশা মাফিক হয়না। তারপরেও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে হয়। এখন আমাদের একটাই লক্ষ্য বাছাইপর্ব পার করে মূলপর্বের টিকিট নিশ্চিত করা।’
ইউরো ২০২০’এ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও বেলজিয়াম এখনো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষেই অবস্থান করছে। গত মাসে নেশন্স লিগে তারা চতুর্থ স্থান লাভ করেছে।
স্কোয়াড :
গোলরক্ষক : কোয়েন কাস্টিলস, থিবো কোর্তোয়া, সিমন মিগনোলেট, ম্যাটজ সেলস।
ডিফেন্ডার : টবি অল্ডারউইরাল্ড, ডেডরিক বোয়াটা, টিমোথি কাস্তাগনে, জ্যাসন ডেনাভার, উট ফেস, থমাস মুনিয়ার, আর্থার থেটে, ইয়ান ভারটনগেন।
মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, চার্লস ডি কেটেলারে, লিনডার ডেনডকার, এডেন হ্যাজার্ড, থ্রোগান হ্যাজার্ড, ড্রিয়েস মার্টিনস, ডেনি প্রায়েট, এ্যালেক্সিস সায়েলেমেকার্স, ইউরি টিয়েলেমানস, হ্যানস ভানাকেন, এ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ান বেনটেক, ইয়ানিক কারাসকো, ডিভোক ওরিগি, এ্যালবার্ট সাম্বি লেকোগা, লিনড্রো ট্রোসার্ড, দাতে ভানজেইর।
Rent for add