যে কারণে বার্সাকে সহযোগিতা করতে চাইছেন মেসি

জীবনের কোন এক সময় সাবেক ক্লাব বার্সেলোনাকে সহযোগিতা করার ইচ্ছা আছে বলে স্বীকার করেছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পেশাদার ফুটবল থেকে অবসরের পর ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তিনি এ সহযোগিতা করতে চান বলেও জানিয়েছেন।

গোল ডটকম’র এর সাথে এক সাক্ষাতকারে এ সম্পর্কে মেসি বলেন, ‘হ্যাঁ আমি সবসময়ই বলেছি বার্সেলোনাকে যে কোন ভাবে সহযোগিতা করতে চাই আমি। হতে পারে সেটা খেলা ছেড়ে দেবার পর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তবে সেটা বার্সেলোনা ছাড়া অন্য কোন ক্লাব থেকেও শুরু হতে পারে। তবে যদি সম্ভাবনা থাকে তাহলে প্রথমে আমি বার্সেলোনার হয়েই ফুটবলে অবদান রাখতে চাই। কারণ এ ক্লাবটিকে আমি ভালবাসি, আমি এ ক্লাবটিকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব হিসেবে আমি বার্সেলোনাকে সবসময়ই দেখতে চাই।’

চলতি বছর আগস্টে পিএসজির সাথে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন মেসি। শর্তানুযায়ী দুই বছর পর আরো এক বছরের জন্য চুক্তি বাড়ানোর শর্ত আছে। এ পর্যন্ত মেসি পিএসজির হয়ে আটটি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন। তিনটি গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent