নিজস্ব প্রতিবেদক : ২৩ অক্টোবর ২০২১, শনিবার, ২৩:৫৭:১৫
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সপ্তম সভা আজ ২৩ অক্টোবর বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি।
সভায় সিদ্ধান্তসমূহ :
০১. আগামী ৮-১৮ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ফোর নেশন্স কাপ ২০২১ -এ বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। শুধুমাত্র এ টুর্নামেন্ট উপলক্ষে অন্তবর্তীকালীন সময়ের জন্য মারিও লেমসকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।
০২. আগামী ২৫ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে।
০৩. উক্ত টুর্নামেন্টের জন্য দলের ম্যানেজার হিসেবে সত্যজিৎ দাশ রূপুকে মনোনীত করা হয়েছে। বর্তমানে রূপু অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের সাথে উজবেকিস্তানে থাকায় তার স্থলে বাংলাদেশে জাতীয় দলের ক্যাম্প চলাকালীন সময় পর্যন্ত ইমতিয়াজ হামিদ সবুজ দায়িত্ব পালন করবেন।
০৪. দলের সহকারী প্রশিক্ষক হিসেবে জাকারিয়া বাবু ও মাসুদ পারভেজ কায়সারকে মনোনীত করা হয়েছে।
০৫. দলের গোলকিপার প্রশিক্ষক হিসেবে আতিকুর রহমানকে মনোনীত করা হয়। বর্তমানে আতিক অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের সঙ্গে উজবেকিস্তান থাকায় তার স্থলে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প চলাকালীন সময় পর্যন্ত বিপ্লব ভট্টাচার্য্য দায়িত্ব পালন করবেন।
০৬. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিটনেস কোচ ইভান রাজলোগকে নিয়োগ দেয়া হয়।
Rent for add