দুই দুইবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছাড়লো ম্যানসিটি

দুই দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গে ২-২ গোলের রোমঞ্চকর ড্র নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। লিগের আরেক ম্যাচে টটেনহ্যামের জয় চাপ কমলো কোচ নুনো এসপিরিটো সান্টো’র।

সাদিও মানের প্রথম গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর ফিল ফোডেনের গোলে সমতা ফেরায় ম্যানসিটি। কিছুক্ষণ পর মোহাম্মদ সালাহ গোল করে ধরে নিয়েছিলেন জয়লাভ করতে যাচ্ছে দল লিভারপুল। কিন্তু শেষ মুহুর্তে কেভিন ডি ব্রুইনা সালাহ’র দেয়া গোলটিও পরিশোধ করে দিলে রোমঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এই ফলাফলে প্রিমিয়ার লিগের শিরোপা দৌঁড়ে বেড়ে গেল বাড়তি উত্তেজনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। আরো এক পয়েন্ট পিছিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

এর আগে অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার্স ২-১ গোলে জয় পেয়েছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। লিস্টার সিটি ২-২ গোলে ড্র করেছে ক্রিস্ট্যল প্যালেসের সঙ্গে। আর শেষ মিনিটের গোলে ব্রেন্টফোর্ড ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যামকে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent