আবারো পয়েন্ট হারালো ম্যানইউ, শীর্ষে চেলসি

আবারো পয়েন্ট নষ্ট করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের মাঠেই এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলসরা। লিগের আরেক ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে চেলসি।

এদিকে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ব্রাইটনের সঙ্গে গোল শূন্য ড্র করেছে আর্সেনাল। এতে অবসান ঘটলো গানারদের ধারাবাহিক জয়ের। অপরদিকে মৌসুমের প্রথম জয় পেয়েছে লিডস। তারা ১-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে নিজেদের মাঠে ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রাখল কোচ ওলে গুনার সুলশারের শিষ্যরা। এর আগে গত সপ্তাহে লিগ কাপে ওয়েস্টহ্যামের কাছে হেরে গিয়েছিল ইউনাইটেড। গতকালের ম্যাচে ৩৬ বছর বয়সী পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুতে মাঠে না নামানোর জন্য অবশ্য অনুতপ্ত হননি সুলশার। তার দেয়া শেষ মুহুর্তের গোলে সপ্তাহের মধ্যভাগে প্রিমিয়ার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে হার এড়াতে সক্ষম হয়েছিল ক্লাবটি।

আগস্টের শেষভাগে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর ছয় ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। তবে কোচ সুলশার বলেছেন রোনালদোকে বিশ্রামে রাখার জন্য অনুতপ্ত নন তিনি। ম্যাচ শেষে নরওয়ের ওই কোচ বলেন,‘গোটা মৌসুমের কথা ভেবেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। খেলোয়াড়দের ওপর থেকে কাজের চাপ কমাতে হবে। তাই আজকের ম্যাচে রোনালদোর বিষয়ে সিদ্ধান্তটি আমি নিজেই নিয়েছিলাম এবং সেটি ছিল সঠিক সিদ্ধান্ত।

আমরা আগের মৌসুমের চেয়ে এবার ভাল শুরু করেছি। যদিও এখনো আমার প্রত্যাশা পুরণ হয়নি।’ ম্যাচের শুরু থেকেই দারুণ পারফর্মেন্স দেখিয়ে অনেকগুলো সুযোগ শুরু করেছিল এভারটন। তবে বিরতির আগ মুহূর্তে (৪৩মি.) ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে অ্যান্থনি মার্টিয়ালের বাঁকানো শটের গোলে পিছিয়ে পড়ে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এটি ছিল প্রিমিয়ার লিগে ফেব্রুয়ারির পর তার প্রথম গোল।

এতে দমে না গিয়ে দ্বিগুণ উৎসাহে স্বাগতিকদের উপর প্রতিআক্রমণ চালাতে থাকে এভারটন। ম্যাচের ৬৫ মিনিটে গোল পরিশোধ করতে সক্ষম হয় এভারটন। সমতাসূচক গোলটি করেছেন অ্যান্ড্রোস টাউনসেন্ড। নয় ম্যাচ থেকে এটি ছিল তার পঞ্চম গোল।

এদিকে দারুণ এক জয় নিয়ে এই সপ্তাহের ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পেয়েছে চেলসি। শেষ মুহুর্তে টিমো ওয়ার্নার ও বেন চিলওয়েলের গোলে সাউদাম্পটনের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে ব্লুসজরা। এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। ২ পয়েন্টে পেছনে ফেলেছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন ও ব্রাইটনকে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent