বাসস : ১ অক্টোবর ২০২১, শুক্রবার, ১৮:২১:৪৪
ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্বে স্লোভানীয় চ্যাম্পিয়ন মুরার বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার্স।
উত্তর লন্ডনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ডেলে আলির পেনাল্টি ও জিওভানি লো সেলসোর গোলে আট মিনিটের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক স্পার্সরা। শুধু তাই নয়, বদলি হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান হ্যারি কেন।
তবে বিরতি থেকে ফেরার পরপর ভলির মাধ্যমে দেয়া গোলে ব্যবধান কমিয়ে আনেন জিগা কাউস।
ম্যাচের শেষ ৩০ মিনিটের জন্য বদলি হিসেবে কেন, সন হিউং মিন ও লুকাস মুরাকে মাঠে পাঠান স্পার্স কোচ নুনো এস্পিরিটো স্যান্টো। এ ত্রয়ীর প্রত্যাবর্তনে পাল্টে যায় ধুকতে থাকা প্রিমিয়ার লিগ জায়ান্টদের চেহারা। ফলে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।
ম্যাচের ৬৮ মিনিটে লুকাসের যোগান থেকে গোলের খাতা খুলেন এ মৌসুমে এখনো পর্যন্ত লিগে গোলের দেখা না পাওয়া কেন। আট মিনিট পর সনের ক্রস থেকে ফের গোল করেন ইংলিশ অধিনায়ক। লো সেলসোর কাছ থেকে পাস পেয়ে ম্যাচের ৮৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কেন।
এছাড়া বৃহস্পতিবার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে নরওয়ের চ্যাম্পিয়ন বডো গ্লিম্ট বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়ার সঙ্গে ড্র করে চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাকাবি হাইফাকে ৩-০ গোলে হারিয়ে আসরে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে ইউনিয়ন বার্লিন। সাবেক ইউরোপীয় কাপ চ্যাম্পিয়ন ফেইনুর্ড ২-১ গোলে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জয় নিয়ে উঠে এসেছে ‘জি’ গ্রুপের শীর্ষে
Rent for add