বাসস : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ১৯:৪৯:২৭
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কারণেই পুরনো ক্লাবে আবারো ফিরে এসেছেন বলে আগেই স্বীকার করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আর রোনালদোর এ ফিরে আসাকে রোমান সম্রাট জুলিয়াস সিজারের রোমে ফিরে আসার সাথে তুলনা করেছে ফার্গুসন।
এবারের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে জুভেন্টাস থেকে রোনালদোকে উড়িয়ে এনে ইউনাইটেড এ বছরের অন্যতম আলোচিত চুক্তি সম্পন্ন করেছে। রিয়াল মাদ্রিদে নাম লেখানোর ১২ বছর পর আবারো পুরোনো ক্লাবে ফিরে এসেছেন রোনালদো। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দুই গোল করে ফিরে আসাটাকে রঙিন করে তুলেছিলেন রোনালদো। প্রিয় শিষ্যের ফিরে আসার ওই ম্যাচটি স্ট্যান্ডে বসে উপভোগ করতে ভুল করেননি ফার্গুসন। আগে থেকেই রোনালদোকে নিজের ছেলের মতই দেখেছেন ফার্গুসন। স্কটিশ এ কিংবদন্তী ইউনাইটেডের কোচ থাকাকালীন ২০০৩ সালে রোনালদোকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে এসেছিলেন। ছয় বছর সেখানে থেকে নিজেকে বিশ্বমানের ফুটবলারে পরিণত করেন পর্তুগীজ তারকা। এরপর রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে রোনালদো আবারও ফিরেছেন ইউনাইটেডে।
১৯৮৬ থেকে ২০১৩- এ দীর্ঘ সময় ইউনাইটেড কোচ হিসেবে ১৩ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ফার্গুসন। ক্লাবের অফিসিয়াল পডকাস্টকে রোনালদোর ফেরা নিয়ে তিনি বলেন, ‘অসাধারণ। দেখে মনে হয়েছে সিজার যেন রোমে ফিরলেন! এলেন, দেখলেন, জয় করলেন। অসাধারণ। যেকোন ইউনাইটেড সমর্থকের জন্যই এটা গর্বের বিষয়। সে যখন একেবারে কম বয়সে এখানে এসেছিল তখন তার শেখার প্রক্রিয়াটা খুব দ্রুত ছিল।
সে বিশ্বসেরা হতে অনেক কিছু ত্যাগ করেছে। এখনো আমার মনে আছে আমাদের আর্সেনালের বিপক্ষে ম্যাচের দিন ক্যারিংটনে তুমুল বৃষ্টি হচ্ছিল। দলীয় অনুশীলনের পর রোনালদোর সব সময় আরেকটু অনুশীলনের অভ্যাস আছে। সেদিন ওকে বললাম, চলে এস। কাল আমাদের ম্যাচ আছে। মাঠে পানি বেশি, অনুশীলনের উপযুক্ত নয়। এরপর আমি অফিসে ঢুকলাম। জানালা দিয়ে চোখে পড়ল সে অ্যাস্ট্রোটার্ফে অনুশীলন করছে। আমার কিছু বলার ছিল না। এভাবেই আমি তার কাছে হেরে যাই।’
Rent for add