বাসস : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ১৯:২১:০৩
বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগের সাথে সম্পৃক্ত থাকার কারণে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসের ওপর থেকে সব ধরনের অভিযোগ তুলে নেবার ঘোষণা দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
এ তিন ক্লাবকে কঠোর শাস্তি দেবার হুমকি দেয়া সত্বেও শেষ পর্যন্ত সেটা থেকে সরে এসেছে উয়েফা। এর আগে সুপার লিগের সাথে জড়িত আরো ৯ ক্লাবকে আর্থিক জরিমানা করেছিল ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
সোমবার এক বিবৃতিতে উয়েপার পক্ষ থেকে বলা হয়েছে আমরা ক্লাবগুলোর বিপক্ষে সব অভিযোগ উঠিয়ে নিচ্ছি। বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘আজ উয়েফার নিরপেক্ষ আপিল বিভাগের পাঠানো চিঠিটা গুরুত্ব দিয়ে দেখেছে উয়েফা। সেখানে বার্সেলোনা, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তথাকথিত ‘সুপার লিগ’ এর সংশ্লিষ্টতার জন্য উয়েফার আইনি কাঠামোর সম্ভাব্য লঙ্ঘনের জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা শুরু হয়েছিল, সেটা পক্ষপাতিত্ব না করে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।’
উয়েফা এখনো সুপার লিগের বিরুদ্ধে, এখনো ক্লাবগুলোকে শাস্তি দেওয়ার ইচ্ছা আছে তাদের। কিন্তু তিন ক্লাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছা থাকলেও সেসব মামলা প্রত্যাহার করে নিতে হচ্ছে তাদের। মাদ্রিদের মার্কেন্টাইল আদালতের বিচারক ম্যানুয়েল রুইজ দে লারা গত সপ্তাহে উয়েফাকে পাঁচ দিনের মধ্যে সব মামলা প্রত্যাহার করার নির্দেশ দেন। আদালতের ইচ্ছাকে সম্মান দেখিয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছে উয়েফা।
গত এপ্রিলে সুপার লিগের মত বির্তকিত একটি প্রস্তাবে সম্মতি জানিয়েছিল বিশ্ব ফুটবলের ১২টি শীর্ষ ক্লাব। কিন্তু ফিফা ও উয়েফার নীতিবিরোধী এ কর্মকান্ডের বিপক্ষে ক্লাব সমর্থক ও কর্মকর্তাদের চাপের মুখে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় ক্লাবসহ ৯টি ক্লাব নিজেদের অবস্থান থেকে সরে আসে। কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস তাদের অবস্থানে অনড় থেকে ভবিষ্যতে কোন এক সময় এ সুপার লিগ আয়োজনের আশাবাদ ব্যক্ত করে।
সুপার লিগের সাথে সম্পৃক্ততার জন্য প্রিমিয়ার লিগের ছয় ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার ছাড়াও অ্যাথলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও ইন্টার মিলান সম্মতি জানিয়েছিল।
গত মে মাসে সুপার লিগের বাকি নয় দলকে ১ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছিল উয়েফা। এ ছাড়া উয়েফার প্রতিযোগিতা থেকে এ মৌসুমে ক্লাবগুলোর প্রাপ্ত আয়ের ৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার উয়েফা সব আইনি ব্যবস্থা তুলে নেওয়ার ফলে নয় ক্লাবকে আর জরিমানা দিতে হবে না বলে জানিয়েছে স্কাই নিউজ। তবে নতুন করে কোনো বিদ্রোহী লিগ চালুর চেষ্টা করা হলে বা ইউরোপিয়ান সুপার লিগ পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করলে আবারো আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে উয়েফা।
Rent for add