বাসস : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৫:০৮:৫৯
পিছিয়ে পড়ার পরও উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের জোড়া গোলে লা লিগায় মঙ্গলবার গেতাফেকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই গোলের মধ্যে সুয়ারেজের শেষ গোলটি এসেছে ইনজুরি টাইমে।
স্বাগতিক গেতাফে বিরতির ঠিক আগে স্টিফান মিট্রোভিচের গোলে এগিয়ে যায়। কিন্তু ৭৪ মিনিটে গেতাফের স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস অ্যালেনা দ্বিতীয় হলুদ কার্ডের জন্য মাঠত্যাগে বাধ্য হলে ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে যায়।
ম্যাচ শেষে অ্যাথলেটিকো বস দিয়েগো সিমিওনে বলেছেন, ‘প্রথমার্ধে আমাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। প্রতিপক্ষের গোলের আগ পর্যন্ত ম্যাচটি একেবারেই সাদামাটা ভাবে চলছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ছন্দ ফিরে আসে। আক্রমণভাগে আমরাই আধিপত্য বিস্তার করে খেলে দুই গোল আদায় করে নিয়েছি।’
অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে সপ্তাহের শেষে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদের থেকে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল অ্যাথলেটিকো।
Rent for add