শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডের জয়

জেসি লিঙ্গার্ডের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে ৩০ মিনিটে সাইদ বেনরাহমারের গোলে এগিয়ে গিয়েছিল হ্যামার্সরা। ক্রিস্টিয়ানো রোনালদো ৩৫ মিনিটে তা পরিশোধ করে ইউনাইটেডকে সমতায় ফেরান। ৮৯ মিনিটে সফরকারীদের তিন পয়েন্ট উপহার দেন বদলী হিসেবে খেলতে নামা লিঙ্গার্ড।

কিন্তু তার আগে ম্যাচের নাটকীয়তা কিছুটা হলেও বাকি ছিল। অতিরিক্ত সময়ে লুক শ’র হ্যান্ডবলে ওয়েস্ট হ্যাম পেনাল্টি আদায় করে নেয়। স্পট কিক নেবার জন্য জ্যারর্ড বোয়েনের স্থানে হ্যামার্স কোচ ডেভিড ময়েস মাঠে নামান মার্ক নোবেলকে। কিন্তু নোবেলের শট বামদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন ডেভিড ডি গিয়া। এ জয়ের ফলে চেলসি ও লিভারপুলের সাথে সমান ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ শেষে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ইউনাইটেড।

পর্তুগীজ সুপারস্টার রোনালদোকে দারুণভাবে সহযোগিতা করেছেন পল পগবা, ব্রুনো ফার্নান্দেস ও ম্যাসন গ্রীনউড। তবে মূল একাদশে কাল রাতে সুযোগ পাননি জেডন সানচো। জুলাইয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বড় অর্থের বিনিময়ে ইউনাইটেডে এলেও এখন পর্যন্ত নিজেকে ফিরে পাননি সানচো। এটি ছিল রোনালদোর তিন ম্যাচে চতুর্থ গোল। সুলশার এখনো তার আক্রমণভাগের সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি।

এদিকে লন্ডন প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে নিজের মাঠে দাঁড়াতে দেয়নি চেলসি। হটস্পার স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে ব্লুজরা। উভয় ক্লাবই তাদের সাবেক কিংকদন্তী স্ট্রাইকার জিমি গ্রিভসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচটি শুরু করে।

হটস্পারের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর বিরতির পরপরই চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন’গোলো কন্তে। ২০১৯ সালের ডিসেম্বরের পর এটি চেলসির হয়ে কন্তের প্রথম গোল। স্টপেজ টাইমে এন্টোনিও রুডিগারের গোলে বড় জয় উপহার পায় ব্লুজরা। থমাস টাচেলের অপরাজিত দলটি পাঁচ ম্যাচে চতুর্থ জয় নিশ্চিত করলো।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent