বাসস : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ২০:২৬:৫৩
লিভারপুলের জার্সি গায়ে সব ধরনের প্রতিযোগিতায় শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন সেনেগালের তারকা সাদিও মানে। আর মানের এই গোলে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। লন্ডনের দলটির বিপক্ষে এ নিয়ে টানা নবম গোল করলেন মানে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর লিডসের বিপক্ষে প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
এদিকে মার্টিন ওডেগার্রে একমাত্র গোলে জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে কোচ মিকেল আর্তেতার ওপর থেকে কিছুটা হলেও চাপের বোঝা কমেছে। লিভারপুল ও আর্সেনালের জয়ে দিনে অবশ্য পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনের সাথে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তাদের গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
১০ জনের ব্রেন্টফোর্ডের বিপক্ষে পেরে উঠেনি উলভস। ২-০ গোলের পরাজয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের চারটিতেই হার স্বীকার করতে হয়েছে উল্ফসকে। গত সপ্তাহের আগে টেবিলের তলানিতে থাকা আর্সেনাল নরউইচ ও বার্নলির বিপক্ষে টানা দুই ম্যাচে জয়ী হয়ে টেবিলের ১৩তম স্থানে জায়গা করে নিয়েছে।
গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে গানার্স শিবিরে স্থায়ীভাবে নাম লিখিয়েছেন ওডেগার্ড। এর আগে গত মৌসুমের কিছুটা সময় তিনি এমিরেটসে ধারে খেলেছেন। ৩০ মিনিটে তার কার্লিং ফ্রি-কিকে টার্ফ মুরে আর্সেনালের জয় নিশ্চিত হয়। গোলরক্ষক অ্যারন রামসডেলের চ্যালেঞ্জের বিপরীতে মাতে ভিড্রা পেনাল্টি আদায় করে নিলেও ভিএআর প্রযুক্তি তা বাতিল করে দেয়। ফলে এক গোলে এগিয়ে থাকা আর্সেনাল শিবিরে স্বস্তি ফিরে আসে।
অ্যানফিল্ডে ৪৩ মিনিটে কনস্টানটিনস টিসিমিকাসের কর্ণার থেকে সালাহর হেড গোলরক্ষক ভিসেন্টে গুইয়াটা রুখে দিলেও ফিরতি বল জালে জড়ান মানে। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। এরপর ম্যাচ শেষের মিনিটখানেক আগে নেবি কেইটা দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
২০২০ সালের চ্যাম্পিয়ন লিভারপুল এবারের মৌসুমের শুরুটা দারুণভাবে করেছে। প্রথম পাঁচ ম্যাচ থেকে তারা ১২ গোল করলেও হজম করেছে মাত্র একটি।
এদিকে মৌসুমের শুরুতে টানা দুই ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলের জয় নিশ্চিত করার পর সাউদাম্পটনের সাথে আর পেরে উঠলো না ম্যানচেস্টার সিটি। রাতটি সিটিজেনদের জন্য আরো বেশি দু:সহ হতে পারতো। কিন্তু ভিএআর’র কল্যাণে এ যাত্রা রক্ষা পেয়েছে পেপ গার্দিওলার দল। ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার গোল এরিয়ার মধ্যে প্রতিপক্ষ স্ট্রাইকার অ্যাডাম আর্মস্টংকে পিছন থেকে চ্যালেঞ্জ করলে রেফারি জন মস পেনাল্টির পাশাপাশি লাল কার্ড প্রদর্শন করেন। কিন্তু ভিএআর রিভিউ উভয় সিদ্ধান্ত বাতিল করে দিলে রক্ষা পায় সিটি। ম্যাচের একেবারে শেষভাগে ফিল ফোডেনের হেড রুখে দেন গোলরক্ষক অ্যালেক্স ম্যাককার্থি। ফিরতি বলে রাহিম স্টার্লিং বল জালে জড়ালেও অফসাইডের পতাকা উঠলে তা বাতিল হয়ে যায়।
এবারের আসরে উন্নীত নরউইচ সিটিকে ৩-১ গোলে পরাজিত করেছে ওয়াটফোর্ড। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে পরাজয় বরণ করতে বাধ্য হলো নরউইচ।
Rent for add