ইন্টারের বিপক্ষে কষ্টার্জিত জয় রিয়ালের

প্রথমার্ধে তো প্রায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারায় এগিয়ে ছিল দলটি। কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। আর শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে উল্টো গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। ফলে দারুণ এক জয়ে আসর শুরু করল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি।

বুধবার রাতে সানসিরোয় সান সিরোয় ‘ডি’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

আক্রমণে এগিয়ে থাকলেও মাঝমাঠের দখল অবশ্য বেশি ছিল রিয়ালেরই। ৫৩ শতাংশ বল পায়ে ছিল তাদের। তবে শট নেয় ১২টি। যার দুটি লক্ষ্যে। অন্যদিকে ১৮টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে ইন্টার। কিন্তু শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই লাউতারো মার্তিনেজের শট ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কর্তুয়া। নবম মিনিটে তো বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। মার্তিনেজের ক্রস থেকে দারুণ এক শট নিয়েছিলেন এডেন জেকো। তবে দারুণ দক্ষতায় তা ঠেকান গোলরক্ষক কর্তুয়া।

পরের মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মিলান স্ক্রিনিয়ারের হেড একেবারে বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। ১৩তম মিনিটে মার্সেলো ব্রজোভিচের ক্রস থেকে ইভান পেরিসিচ ঠিকভাবে পা ছোঁয়াতে পারলে এগিয়ে যেতে পারতো ইন্টার। পরের মিনিটে কাসেমিরোর দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

ছয় মিনিট পর অবিশ্বাস্য এক সেভ করেন কর্তুয়া। বাঁ প্রান্ত থেকে পেরিসিচের নেওয়া ক্রসে দারুণ হেড নিয়েছিলেন মার্তিনেজ। দারুণ দক্ষতায় তা ঠেকান রিয়াল গোলরক্ষক কর্তুয়া। ৩৬তম মিনিটে কর্নার থেকে জোরালো এক হেড নিয়েছিলেন এদের মিলিতাও। তবে অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

পরের মিনিটে এগিয়ে যেতে পারতো ইন্টার। নিকোলা বারেলার ক্রস থেকে মার্তিনেজের নেওয়া হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর ব্রজোভিচের নেওয়া শট তো প্রায় গোলপোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় রিয়াল। বেশ কিছু আক্রমণও করে তারা। তবে ৫৪তম মিনিটে ফের তাদের রক্ষা করেন কর্তুয়া। আরও একটি অসাধারণ সেভ করেন তিনি। কর্নার থেকে নেওয়া জেকোর হেড ঝাঁপিয়ে থাকেন তিনি। আলগা বল পেয়ে লক্ষ্যে রাখতে পারেননি স্ক্রিনিয়ার।

পরের মিনিটে ভালো সেভ করেন ইন্টার গোলরক্ষক সামির হেন্দানোভিচ। ৭৮তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে ভালো হেড নিয়েছিলেন করিম বেনজেমা। অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি। ৮৯তম মিনিটে ঠিকই গোল পেয়ে যায় দলটি। কামাভিঙ্গার ভলি থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent