পাকিস্তানে পালিয়ে এলেন ৩২ আফগান নারী ফুটবলার

পুরো আফগানিস্তানই এখন মুহূর্তে তালিবানদের দখলে চলে গেছে। তালিবানদের ক্ষমতা দখলের কারণে দেশটিতে নারীদের খেলাধুলা পুরোপুরিই অনিশ্চিত হয়ে পড়েছে।

মোট কথা তালিবানদের হাত থেকে বাঁচতে ৩২ জন আফগান নারী ফুটবলার তাদের পরিবারসহ পা রাখলেন পাকিস্তানে। জরুরি ভিত্তিতে মানবিক কারণে সরকার ভিসা ইস্যু করার পরই তাদেরকে পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করা হয়।

আফগান জাতীয় মহিলা জুনিয়র দলের ফুটবলারদের কাতারে একটি টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা ছিল। কাতারে এই মুহূর্তে আফগান শরণার্থিরা একটি ক্যাম্পে রয়েছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপকে মাথায় রেখে এ ব্যবস্থা করা হয়েছে।

আগস্ট মাসের ২৬ তারিখে কাবুল বিমানবন্দরের বাইরে এক ভয়াবহ বোম বিস্ফোরণে ১৭০ জন আফগান সাধারণ মানুষ এবং ১৩ জন আমেরিকার সেনা সদস্য নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হতে থাকে।

খেলার সঙ্গে যুক্ত থাকার কারণে আফগান এই নারী ফুটবলারদের উপর বারবার তালিবানদের পক্ষ থেকে হুমকি আসছিল। আগস্টে তালিবানরা ক্ষমতা দখল করার পর থেকেই এই নারী ফুটবলাররা গোপন জায়গায় লুকিয়েছিলেন।

পরবর্তীতে ব্রিটেনের এক এনজিও এবং পাকিস্তান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই ৩২ নারী ফুটবলারকে তাদের পরিবারসহ পাকিস্তানে নিয়ে আসা হয়।

গত সপ্তাহে দোহা সফরের সময় ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো এই আফগান শরণার্থীদের ক্যাম্পেও সফর করেন। এই ফুটবলারদের এরপর পেশওয়ার থেকে লাহোর আনা হবে। যেখানে পাকিস্তান ফুটবলের হেড কোয়ার্টারে রাখা হবে তাদের।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent