নিজস্ব প্রতিবেদক : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ২৩:৪৩:৩১
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আসন্ন এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষে আজ রাতে উজবেকিস্তানের উদ্দেশ্যে নেপাল ছাড়ছে।
উজবেকিস্তানে বাংলাদেশ এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ১৯ ও ২২ সেপ্টেম্বর জর্ডান ও ইরানের সাথে মোকাবিলা করবে।
নারী ফুটবল দল এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য দুটি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। সেখান থেকে দেশে না ফেরে উজবেকিস্তানে যাচ্ছেন। প্রস্তুতি ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ড্র করেছিল।
নেপাল ত্যাগের আগে আজ সোমবার দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সৌজন্যে তার বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
Rent for add