নিজস্ব প্রতিবেদক : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১৯:৪৮:০৪
নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ফুটবল ম্যাচ ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। রোববার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। ওই ম্যাচে বাংলাদেশের গোল করেছিলেন তহুরা খাতুন। রোববার বাংলাদেশ জিততেও পারতো যদি কৃষ্ণার একটি শট ক্রসবারে লেগে না ফিরতো।
নেপালের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় ড্র। এর আগে সর্বশেষ ড্র ছিল ২০১৮ সালে মিয়ানমারে অলিম্পিক ফুটবলের বাছাইয়ে।
বাংলাদেশের মেয়েরা ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তান যাবে এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিতে। প্রতিপক্ষ জর্ডান ও ইরান।
Rent for add