নিজস্ব প্রতিবেদক : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১৯:৩০:০৩
চ্যাম্পিয়ন, রানার্সআপ নির্ধারণ হয়ে গেছে আগেই। প্রিমিয়ার লিগ থেকে দুই দলের অবনমনও নিশ্চিত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন আনুষ্ঠানিক সমাপ্তির অপেক্ষায়।
বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে মালদ্বীপ গিয়েছিল গত মাসে। চ্যাম্পিয়নদের যে তিনটি ম্যাচ বাকি ছিল সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনীর বিপক্ষে, সেই ম্যাচগুলোর আয়োজনের মধ্যে দিয়ে এবারের ফুটবল মৌসুমের পর্দা নামবে ২০ সেপ্টেম্বর। ওই দিন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী।
এই তিন ম্যাচের ফল পয়েন্ট টেবিলে একটি অবস্থানের ওপর প্রভাব ফেলতে পারে। সাইফ স্পোর্টিং ক্লাব জিতলে এবং আবাহনী হারলে তৃতীয় ও চতুর্থ স্থানে জায়গা বদল হবে তাদের।
আবাহনী ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চারে সাইফ স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় কিংস-সাইফ, ১৭ সেপ্টেম্বর একই সময় রাসেল-কিংস ও ২০ সেপ্টেম্বর কিংস-আবাহনীর ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগেই শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের জন্য শেষ ম্যাচ তিনটি অবশ্য কেবলই আনুষ্ঠানিকতার নয়, নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে।
২০১৮-১৯ মৌসুমে বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়েছিল ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে। এবার বাকি তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট পেলেই তারা ছাড়িয়ে যাবে নিজেদের। এখন দলটির পয়েন্ট ৫৮।
Rent for add