নিজস্ব প্রতিবেদক : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১৯:২৪:৫৬
উজবেকিস্তান যাওয়ার পথে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ। উদ্দেশ্য, এশিয়ান কাপ বাছাই। জর্ডান ও ইরানের মেয়েদের মোকাবিলার আগে দক্ষিণ এশিয়ার দেশ নেপালের বিপক্ষে সাবিনাদের ঝালিয়ে নেয়া কোচ গোলাম রব্বানী ছোটনের। প্রথম ম্যাচ ২-১ গোলে হেরেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ রোববার।
হিমালয়ের কন্যাদের কাছে প্রথম ম্যাচ হারলেও সাবিনাদের দ্বিতীয়ার্ধের খেলা ছিল চোখে পড়ার মতো। নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা তাই জয়ের আশা করছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।
সাবিনাদের শেষ ম্যাচের আগে শনিবার সকালে হোটেল জিমে এবং বিকেলে নেপাল আর্মি হেডকোয়ার্টার প্র্যাকটিস গ্রাউন্ডে কঠোর অনুশীলন করিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
তিনি বলেছেন, ‘মেয়েরা আগামীকাল নতুন করে আরো উদ্যমী ও শক্তিশালী হয়ে ভালো ফলাফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দলের সবাই সুস্থ আছে এবং যে কোনো সময় ও পরিস্থিতিতে খেলার জন্য প্রস্তুত রয়েছে।’
দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় মিসরাত জাহান মৌসুমী বলেছেন, ‘প্রথম ম্যাচে আমাদের যে ভুলত্রুটিগুলো হয়েছে, কোচ সেগুলো শুধরে দিচ্ছেন অনুশীলনে।এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য আমাদের এই ম্যাচ খেলা। উজবেকিস্তান যাওয়ার আগে আমরা নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করছি। আশা করি নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ভালো খেলব আমরা।’
Rent for add