যে কারণে নেপাল গেল জাতীয় নারী দল

এশিয়ান কাপ বাছাইপর্বের দুই ম্যাচের আগে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সোমবার সকালে বিশেষ চার্টার বিমানে নিরাপদে ত্রিভুবন বিমানবন্দর পৌঁছেছে।

এরপর দুপুরে হোটেলে তাদের করোনা টেস্ট করানো হয়েছে। বিমানবন্দরে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে আসেন নেপালে বাংলাদেশ দূতাবাসের মিশনের উপপ্রধান ইসরাত জাহান ।

মঙ্গলবার করোনা টেস্টের রিপোর্ট আসার পর বাংলাদেশ নারী ফুটবল দল শুরু করবে তাদের প্রথম অনুশীলন সেশন। দুপুর ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত জিম সেশন করবে তারা। বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে নেপালের এলফট কাঠমুন্ডু থামেল এ অবস্থান করছে।

টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ থেকে চার্টাড বিমানে আমরা নেপালে আসছি। সব খেলোয়াড় সুস্থ আছে। নেপাল ফুটবল ফেডারেশন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। নেপালে বাংলাদেশ দূতাবাস নিযুক্ত অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন এয়ারপোর্টে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent