: ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ২০:০২:৪৮
লা লিগার ক্লাব এলচেতে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন পিএসজির সাবেক মিডফিল্ডার জেভিয়ার পাস্তোরে।
৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার গত মাসে সমঝোতার মাধ্যমে রোমার সাথে চুক্তি বাতিল করেন। ২০১১ সালে ফরাসি জায়ান্ট পিএসজির মালিকানা কাতারের কাছে যাবার পর পাস্তোরেই প্রথম তারকা কোন খেলোয়াড় হিসেবে দলটিতে যোগ দিয়েছিলেন।
পালেরমো থেকে ৪২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তার সাথে পিএসজির চুক্তি হয়েছিল। ২০১৮ সালে রোমাতে যোগ দেবার আগ পর্যন্ত পিএসজির হয়ে ২৬৯ ম্যাচে ৪৫ গোল করেছেন। জয় করেছেন পাঁচটি লিগ ওয়ান শিরোপা।
কিন্তু স্তাদিও অলিম্পিকোতে পাস্তোরের সময়টা মোটেও ভাল যায়নি। গত মৌসুমে বদলী হিসেবে মাত্র পাঁচটি সিরি-এ ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। গত মৌসুমে মাত্র এক স্থান ও দুই পয়েন্টের জন্য রেলিগেশন থেকে রক্ষা পাওয়া এলচে দুটি ড্র ও একটি পরাজয় দিয়ে লা লিগার এবারের মৌসুম শুরু করেছে।
Rent for add