৯৫টি ম্যাচে যিনি কোন গোল হজম করেননি

ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের সাথে পাঁচ বছরের নতুন চুক্তি হয়েছে বলে ম্যানচেস্টার সিটি নিশ্চিত করেছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন এডারসন।

২০১৭ সালে সিটিতে যোগ দিয়ে ১৯৪টি ম্যাচ খেলেছেন এডারসন। এ পর্যন্ত সিটির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন।

২০২১ সালে পঞ্চম সিনিয়র খেলোয়াড় হিসেবে সিটির সাথে চুক্তি নবায়ন করলেন এডারসন। এর আগে এই তালিকায় যুক্ত হয়েছেন কেভিন ডি ব্রুইনা, ফার্নান্দিনহো, জন স্টোনস ও রুবেন ডিয়াস।

নতুন চুক্তি সম্পর্কে এডারসন বলেছেন, ‘এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল। আমি অন্য কোথাও কখনই যেতে চাইনি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একটি দলের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। প্রতি বছরই এই দলের হয়ে আমরা শিরোপার জন্য মাঠে নামি। এই সুযোগ অন্য কোন ক্লাবে নেই।’

চার বছর আগে বেনফিকা থেকে সিটিতে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। ইতিহাদ স্টেডিয়ামে এ পর্যন্ত একটি এফএ কাপ, চারটি ইএফএল কাপ ও তিনটি লিগ শিরোপা জয় করেছেন। সিটির জার্সি গায়ে খেলা ১৯৪টি ম্যাচে তিনি ৯৫টি ম্যাচেই কোন গোল হজম করেননি। দুইবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লোভ। নিজেকে পেপ গার্দিওলার অধীনে একজন নির্ভরযোগ্য গোলরক্ষকে পরিণত করে তুলেছেন ২৮ বছর বয়সী এডারসন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent