বাসস : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৪:২৭:৫৪
অধিনায়ক জর্ডান হেন্ডারসনের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তি করার ঘোষণা দিয়েছে লিভারপুল। নতুন চুক্তি অনুয়ায়ী ইংলিশ জায়ান্টদের সাথে ২০২৫ সাল পর্যন্ত থাকবেন এই ইংলিশ মিডফিল্ডার।
এক বিবৃতিতে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লিভারপুল ফুটবল ক্লাবের সাথে দীর্ঘ মেয়াদের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন হেন্ডারসন।’
৩১ বছর বয়সী হেন্ডারসন ২০১১ সালে সান্ডারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দেবার পর এ পর্যন্ত রেডসের হয়ে ৩৯৪টি ম্যাচ খেলেছেন। তার নেতৃত্বে ২০২০ সালে ৩০ বছর পর লিভারপুল প্রথমবারের মত প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলে।
নতুন চুক্তি প্রসঙ্গে হেন্ডারসন বলেছেন, ‘যে দলে ছিলাম সেখানে যাত্রাটা আরো কিছুদিন চালিয়ে নেবার সুযোগ পাওয়ায় আমি দারুণ খুশিও গর্বিত। শেষ পর্যন্ত চুক্তিটা সম্পন্ন হওয়াটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই ক্লাবের হয়ে আরো বেশি অবদান রাখতে চাই। একজন ব্যক্তি ও একজন খেলোয়াড় হিসেবে আমি ভিন্ন। এখানে আসার পর আমি অনেক কিছুই শিখেছি। এজন্য এখানকার অনেকের কাছেই আমি কৃতজ্ঞ।
লিভারপুলের হয়ে হেন্ডারসন চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন। এবারের দলবদলের বাজারে লিভারপুলের নিরবতা সমর্থকদের বেশ হতাশ করেছে। বিশেষ করে যেখানে প্রতিদ্বন্দ্বী দল চেলসি, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড যথাসাধ্য চেষ্টা করেছে নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিতে সেখানে লিভারপুলের ভূমিকা ছিল একেবারেই নগন্য।
একমাত্র খেলোয়াড় হিসেবে আরবি লিপজিগ থেকে জার্গেন ক্লপের দল ৩৬ মিলিয়ণ পাউন্ডে সেন্টার-ব্যাক ইব্রাহিম কোনাটেকে দলে ভিড়িয়েছে। তবে ষষ্ঠ সিনিয়র খেলোয়াড় হিসেবে চুক্তি নবায়ন করেছেন হেন্ডারসন। এর আগে গত কয়েক সপ্তাহে চুক্তি বৃদ্ধি করেছেন ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, ফাবিনহো, আলিসন বেকার, ভার্জিল ফন ডাইক ও এন্ডি রবার্টসন।
Rent for add