বাসস : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ২:৫৮:৫৪
আরো ছয় বছরের জন্য ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন ডিফেন্ডার রুবেন দিয়াস। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত তিনি সিটিতেই থাকছেন। প্রিমিয়ার লিগের ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
২৪ বছর বয়সী দিয়াস গত বছর বেনফিকা থেকে সিটিতে যোগ দিয়েছিলেন। প্রথম মৌসুমেই পেপ গার্দিওলার আস্থাভাজন হয়ে ওঠেন। রক্ষণভাগে নিজেকে প্রমাণ করে সিটিকে লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপহার দেন।
পর্তুগীজ এই ডিফেন্ডার গত মৌসুমে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হবার পাশাপাশি ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন।
সিটির ফুটবল পরিচালক টিক্সিকি বাগিরিস্টেইন এক বিবৃতিতে বলেছেন, ‘মাত্র এক বছর আগে সে ক্লাবে যোগ দিলেও ইতোমধ্যেই নিজেকে সিটির একজন অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছেন। নিজের যোগ্যতা ও গুরুত্ব দিয়েই তিনি সিটিকে নতুন করে চুক্তি করাতে বাধ্য করেছেন।
এবারের মৌসুমে তিন ম্যাচ পরে টেবিলের শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারের থেকে তিন পয়েন্ট পয়েন্ট পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি সপ্তম স্থানে রয়েছে। আন্তর্জাতিক বিরতির পর আগামী ১১ সেপ্টেম্বর লিস্টার সিটিকে আতিথ্য দিবে গার্দিওলা শিষ্যরা।
Rent for add