রোববার যোগ দেবেন কানাডা ও ফ্রান্স প্রবাসী ফুটবলার


ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং একটি প্রীতি ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন রয়েছে কিরগিজস্তানে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা ছেড়ে শনিবার দুপুর সোয়া ১টায় কিরগিজস্তান গিয়ে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা।

এই সফরের জন্য যে ২৩ ফুটবলার ডেকেছেন কোচ জেমি ডে, তার মধ্যে তিনি ২১ জন নিয়ে গেছেন ঢাকা থেকে। বাকি দুইজন রাহবার ওয়াহেদ খান শেহরান কানাডা প্রবাসী এবং নায়েব মো. তাহমিদ ইসলাম ফ্রান্স প্রবাসী।

এই দুইজনের শনিবারই কিরগিজস্তানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। তবে তারা একদিন বিলম্বে রিপোর্ট করবেন কোচের কাছে। প্রবাসী এই দুই ফুটবলার রোববার কিরগিজস্তানে জাতীয় দলে যোগ দেবেন।

শনিবার জাতীয় দলের বিশ্রাম। রোববার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কিরগিজস্তান থেকে প্রধান কোচ জেমি ডে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এখানে সবকিছুই ঠিক আছে। আমরা ভালোভাবেই পৌঁছেছি। তবে ভ্রমণটা অনেক দীর্ঘ হয়েছে। আগামীকাল থেকে আমরা অনুশীলন শুরু করবো।’

বাংলাদেশ, ফিলিস্তিন ও স্বাগতিক কিরগিজস্তানকে নিয়ে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। পরে বাংলাদেশ স্বাগতিক অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। অক্টোবরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই টুর্নামেন্টে অংশ নেয়া বাংলাদেশের।

বাংলাদেশ দল

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও মিতুল মারমা।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, নায়েব মো. তাহমিদ ইসলাম।

ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent