বাসস : ২৭ আগস্ট ২০২১, শুক্রবার, ২১:৪৬:১৬
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে দলভুক্ত করার জন্য প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই অংক ১৮০ মিলিয়ন ইউরোতে উন্নীত করেছে বলে ক্রীড়া দৈনিক এল ইকুইপ দাবী করেছে।
পত্রিকাটির রিপোর্টে বলা হয়, রিয়াল স্বেচ্ছায় ১৭০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে চায়। বাকী ১০ মিলিয়ন ইউরো বোনাস প্যাকেজের আওতায় রাখা হয়েছে। আর এটি মোনাকো থেকে ২০১৭ সালে ফ্রান্সের বিশ্বকাপ বিজয়ী তারকাকে দলভুক্ত করতে পিএসজির ব্যয় করা অর্থের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।
এর আগে সপ্তাহের শুরুতে ২২ বছর বয়সী এমবাপ্পেকে দলভুক্ত করার জন্য রিয়াল মাদ্রিদের দেয়া ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল প্যারিস জায়ান্টরা। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো এটিকে ‘পর্যাপ্ত নয়’ বলে মন্তব্য করেন।
এদিকে পিএসজির সভাপতি নাসের আল খালাফি বলেন,‘ কিলিয়ান বিষয়ে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না। এটি তিনি নিজে যেমন জানেন, তেমনি সবাই জানেন। আমাদের অবস্থান খুবই স্বচ্ছ ও সৎ। ’ আগামী বছর জুনেই শেষ হয়ে যাচ্ছে পিএসজির সঙ্গে এমবাপ্পের করা বর্তমান চুক্তির মেয়াদ।
পিএসজির সভাপতি বলেন,‘ এই খেলোয়াড় যদি দল ছেড়ে যেতে চান , তাহলে যেতে পারেন। সবকিছুর উর্ধ্বে থাকবে এই ক্লাব ও এর প্রকল্প। তাকে থাকতে রাজি করানোর জন্য আমরা সবকিছুই করেছি।’
Rent for add