ইন্টারে যোগ দিচ্ছেন না চেলসির ওয়ার্নার

ইন্টার মিলানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন চেলসির স্ট্রাইকার টিমো ওয়ার্নার। ইন্টার মিলান চেয়েছিল রোমালেু লুকাকুকে বিক্রির বিপরীতে ওয়ার্নারকে দলে পেতে।

বিল্ডের সাংবাদিক ক্রিস্টিয়ান ফক জানান, গ্রীষ্মের শুরুতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের আমলে চেলসিতে যোগ দেয়া এই জার্মান স্ট্রাইকারকে ইতালীয় জায়ান্ট দলে যোগ দেয়ার সুযোগ দেয়া হয়েছিল। যাতে লুকাকুর জন্য ট্রান্সফার ফি বাবদ ৯৭.৫ মিলিয়ন ইউরো পরিশোধের চাপ কিছুটা লাঘব হয়।

তবে গত মৌসুমের মতো আবারো চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের প্রত্যাশায় এ প্রস্তাব নাকচ করে দেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। প্রায় ১০ পর বছর স্টামফোর্ডর্ ব্রিজে ফেরা বেলজিয়ান তারকা লুকাকুর সঙ্গে এখন তার সম্মিলনে খুশি ব্লুজ সমর্থকরা।

মার্কাস থুরামের দিকেও হাত বাড়িয়েছিল ইন্টার মিলান। কিন্তু বরুশিয়া মনচেনগ্লাডবাচের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছেন তিনি। দলবদলের শেষভাগে এসে তারা ল্যাৎসিও থেকে দলে ভেড়ায় আর্জেন্টাইন স্ট্রাইকার জোয়াকিন কোরেয়াকে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent