লাইভ আলোচনায় আসছেন ছোটন-সাবিনা-সানজিদা


দিন দিন বাড়ছে দেশে নারী ফুটবলের জনপ্রিয়তা। সেই সঙ্গে বাড়ছে নারী ফুটবল দল নিয়ে প্রত্যাশা। সেপ্টেম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল উজবেকিস্তান যাচ্ছে এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিতে। যেখানে প্রতিপক্ষ ইরান ও জর্ডান। তার আগে নেপালে খেলবে দুটি প্রীতি ম্যাচ।

এই সফরে বাংলাদেশের লক্ষ্য, প্রস্তুতি ও দেশে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির গল্প শোনাতে ‘ফুটবল বাংলাদেশ’ এর ফেজবুক পেজে লাইভ আলোচনায় আসছেন নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও দলের কূশলী খেলোয়াড় সানজিদা আক্তার।

‘ফুটবল বাংলাদেশ’ এর নির্বাহী সম্পাদক মোরসালিন আহমেদের সঞ্চালনায় লাইভ টক-শো শুরু হবে রাত সাড়ে ৮ টায়।

ফেসবুক পেজে লাইক-কমেন্টসের মাধ্যমে লাইভ অনুষ্ঠানে যে কেউ ফুটবল সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করতে পারবেন অতিথিবৃন্দকে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent