ইতিহাস গড়তে একটি জয় চাই বসুন্ধরা কিংসের


এএফসি কাপের নকআউটপর্বে উঠে ইতিহাস গড়ার জন্য বসুন্ধরা কিংসের চাই একটি জয়। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫ টায় মালদ্বীপের মালেতে সেই ম্যাচ। প্রতিপক্ষ ভারতের মোহনবাগান। এ ম্যাচ জিতলে ক্লাবটি নিজেদের নতুন এক ইতিহাস গড়বে এএফসি কাপের নকআউট পর্বে ওঠার।

এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে ড্র করে বসুন্ধরা কিংস এখন মোহনবাগানকে মোকাবিলার অপেক্ষায়। মঙ্গলবার মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের সামনে একটাই পথ-জিততে হবে ভারতীয় জায়ান্টদের বিপক্ষে। অন্য যে কোনো ফল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিদায় করে দেবে টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে।

মোহনবাগান তাদের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে। দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষ থাকা দলটির দরকার শেষ ম্যাচে ১ পয়েন্ট। মোহনবাগান শক্তিশালী দল হলেও অধরা নয়। বসুন্ধরা কিংসের পক্ষে ভারতীয় ক্লাবটিকে হারানো অসম্ভব কিছুও নয়।

বসুন্ধরা কিংসের এএফসি কাপের অভিষেক আসরটি বাতিল হয়েছিল করোনার কারণে। এবার গ্রুপপর্ব টপকে আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়েই প্রস্তুতি ক্লাবটির। সে লক্ষ্যপূরণের শেষমঞ্চে তারা। মোহনবাগানকে হারালে আরেকটি ইতিহাস রচনা হবে তাদের।

২০১৯ সালে আবাহনী আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠেছিল। উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের বিপক্ষে ঢাকায় ৪-৩ গোলে জিতে এবং কোরিয়ায় ২-০ গোলে হেরেছিল। দুই ম্যাচ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে আঞ্চলিক ফাইনালে উঠেছিল উত্তর কোরিয়ার দলটি, গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশের আবাহনী।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent